কাল ভৈরবে হরতালের ডাক বিএনপির

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে রোববার বিএনপির হরতালের ডাকের পর শনিবার বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বিএনপির সাংগঠনিক সহসম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচজনকে আটকের অভিযোগে আগামীকাল রোববার (৫ নভেম্বর) ভৈরবে সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পৌর বিএনপি।

আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়ালি পাঠানো এক ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন মিয়া।

ওই ভিডিও বার্তায় শাহিন মিয়া বলেন, ‘পাঁচ নেতাকর্মীকে আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এর প্রতিবাদে পৌর বিএনপি আগামীকাল (রোববার) উপজেলাজুড়ে হরতাল পালন করবে।’

হরতাল সফল করতে উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান পৌর মেয়র শাহিন মিয়া।

এ সময় শাহিন মিয়ার পাশে পৌর বিএনপির সদস্য সচিব ভিপি মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুনকে দেখা গেছে।

এদিকে, হরতাল ঘোষণার পরেই ভৈরবের বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটকের অভিযোগের বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’  

এর আগে দলটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, গতকাল (শুক্রবার দিনগত) রাতে আন্তনগর মহানগর ট্রেনে ঢাকা থেকে ভৈরব ফেরার পথে নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশনে পৌঁছলে এক দল সাদা পোশাকধারী ব্যক্তি সাইফুল হককে আটক করে। পরে আজ (শনিবার) ভোরে শহরের কমলপুর এলাকার নিজ বাড়ি থেকে মো. নূরুজ্জামানকে আটক করা হয়। সকালে নূরুজ্জামানের ভাগ্নির জামাই মাজাহারের বাড়ি থেকে মো. শরীফুল আলম, তার গাড়িচালক রতন মিয়া ও বাড়ির মালিক মাজাহারকে আটক করা হয়।’