নানা আয়োজনে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আজ শনিবার জেলা পুলিশ লাইনস্ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা। ছবি : এনটিভি

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নানা আয়োজনে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার (৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার  মেয়র আশরাফুল আলম শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি খন্দকার এহিয়া  খালেদ সাদী, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান সহ জেলার অন্যান্য উপজেলার পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পুলিশ লাইনস্ থেকে ঢাকা-খুলনা মহাসড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইনস হলরুমে আনন্দঘন পরিবেশে এসপি অন্যান্যদের সাথে নিয়ে কমিউনিটি পুলিশং ডে’র কেক কাটেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুলিশ সুপার আল বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।