১০ মাসে আট বার বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

Looks like you've blocked notifications!
বাগেরহাটে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি : এনটিভি

১০ মাসে যান্ত্রিক ত্রুটিতে অষ্টমবারের মতো রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ রোববার (৫ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ বলেন, ‘যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ উৎপাদন বন্ধ হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু হবে।’

গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও সর্বশেষ আজ বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন।

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। 

এরপর ২০২২ সালের ১৭ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট এবং চলতি বছরের ১ নভেম্বর ৬৬০ ইউনিটের দ্বিতীয় ইউনিটের উৎপাদন উদ্বোধন করা হয়।