চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Looks like you've blocked notifications!
মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনির শিকার মিলন চন্দ্র হালাদার। ছবি : এনটিভি

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে।

পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে। এই ঘটনায় কালকিনি থানা পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কালকিনি থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলারের শিকল কাটার শব্দ পেয়ে স্থানীয়রা মিলন চন্দ্র হালদারকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে দ্রুত কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, আজ ভোররাতে চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত ট্রলারের রশি কাটতে ছিল। এ সময় স্থানীয় এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর পাড়ে আসেন। তখন তিনি ট্রলারের রশি কাটা টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় চোরের দল তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করে। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয়ে যায়। ততক্ষণে চোরদলের চার সদস্য দৌড়ে পালিয়ে  গেলেও মিলন চন্দ্র হালদার নদীতে পড়ে যান।  পরে স্থানীয়রা মিলনকে গণপিটুতে দিলে তিনি গুরুতর আহত হন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

স্থানীয় সালাম সরদার জানান, ‘ভোররাতে মিলন নামের এক চোর ট্রলার চুরি করতে এসে ধরা পড়ে মার ধরের শিকার হয়েছে। পরে সে মারা গেছে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিলন হালদারের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পিরোজপুরে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’