হাটহাজারীতে নিহতদের পরিচয় মিলেছে, পরিবারে শোকের মাতম

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ সদস্যের মরদেহ। ছবি : এনটিভি

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। যাচ্ছিলেন ফটিকছড়িতে আত্মীয়বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে।

নিহতরা হলেন বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দীপ (৩) ও দিগন্ত (৩)। তারা সবাই দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপপাড়ার মাস্টারবাড়ির বাসিন্দা।

নিহতদের নিকটাত্মীয় পল্লব বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ফটিকছড়িতে আত্মীয়বাড়িতে এক শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকনও বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান বলেন, তারা নিহত রীতা রানীর ঠাকুর মার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিল। তাঁদের মরদেহ হাটহাজারী থেকে সন্ধ্যা ৬টায় চন্দনাইশের জোয়ারার আনা হচ্ছে। আগামীকাল  সকালে পারিবারিক সিদ্ধান্ত অনুসারে সৎকার করা হবে।

আজ  মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে ফটিকছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও ফটিকছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের সাতজন নিহত হন। এ সময় দুজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনে পড়ে। বাসটির গতিও বেশি থাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহগুলো উদ্ধার করে।

এদিকে একই পরিবারের সাত সদস্য নিহত হওয়ার সংবাদ এলাকায় ছডিয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।