খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে মিছিল, কাভার্ড ভ্যানে আগুন

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে বুধবার কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। ছবি : এনটিভি

খাগড়াছড়িতে বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া আজ বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জেলার মাটিরাঙার সাপমারা এলাকায়  কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।   

এদিন খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ও পণ্যবাহী কয়েকটি ট্রাক ভোরে পুলিশ প্রহরায় শহরে ঢুকেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যানসহ সীমিত সংখ্যক যান চলাচলের খবর পাওয়া গেছে।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় পুলিশ-বিজিবি টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল অনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।’