উত্তরাঞ্চলের মানুষ সুখে-শান্তিতে আছে : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এনটিভির ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নতির বিবরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের এলাকার মানুষ সুখে-শান্তিতে আছে। তাদের কোনো কষ্ট নেই। আজ বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।

‘জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, কিন্তু ভোট চাইতে তো এলাকায় যেতে হবে কদিন পর। কী বলবেন ভোটারদোর?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনি এলাকা রংপুরে প্রচুর আলু, পেঁয়াজ উৎপাদন হয়, তাই সেখানে এসব জিনিসের দাম বাড়েনি। রংপুরের নারীরা তিনবেলা ঠোঁটে লিপস্টিক দিয়ে কাজ করে। সেখানে অভাবের কোনো চিহ্ন নেই। তাই ভোট নিয়ে চিন্তা করছি না।’

দ্রব্যমূল্য নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সবকিছুর দামের যে প্রভাব তা কাটানো সম্ভব হবে, যদি সবাই ইতিবাচক হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে এটা হয়েছে। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।

নিজের এলাকার পরিস্থিতি উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। এখন সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। এখানে মানুষদের কোনো কষ্ট নেই। এখানে নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। আমি খুব ভালো জানি আমার কোনো সমস্যা নেই। কিন্তু সারা দেশের অবস্থাটা ভিন্ন। শহরের যারা দিনমজুর, নিম্নশ্রেণির তাদের হয়তো কষ্ট হচ্ছে।’