বাজারে ভারতীয় নতুন আলু, কেজি ৮০ টাকা

Looks like you've blocked notifications!
ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি করা হচ্ছে। হিলি বাজারে বিক্রি হচ্ছে ভারতীয় নতুন আলু। ছবি : এনটিভি

দেশীয় নতুন আলু উঠতে আরও কিছু দিন সময় লাগবে। কিন্তু তার আগেই বাজার দখল করে নিয়েছে ভারতের নতুন আলু। শোভা পাচ্ছে সবজির দোকানগুলোতে। বর্তমানে হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় এই নতুন আলু খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে বন্দরের হিলি বাজারের গিয়ে দেখা গেছে, সবজির দোকানে অন্যান্য তরিতরকারির পাশাপাশি ডালিতে সাজিয়ে রাখা হয়েছে ভারতীয় আমদানি করা নতুন আলু। দেশি ও আমদানি করা ভারতীয় পুরোনো আলুর গায়ের রং মেটমেটে হলেও নতুন আলুর রং তার চেয়ে আলাদা। চকচকে রঙের এই আলু দূর থেকে নজর কাড়ছে ভোক্তাদের। যারা তালিকায় অন্যান্য সবজি কেনার মনস্থ করে বাজারে আসছে তারা নতুন আলু দেখে না কিনে লোভ সামলাতে পারছে না। কারণ মৌসুমের শুরুতে দেশি আলু বাজারে না উঠলেও ভারতের নতুন আলুর স্বাদ তরকারিতে কে না নিতে চায়?

বন্দরের মোকামে ভারতীয় পুরাতন আলু পাইকারি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। আর দেশি পুরাতন আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা।

কথা হয় সবজি বাজারে আসা ক্রেতা আয়েজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, শিম, বাঁধাকপি, ফুলকপি অনেক আগেই বাজারে উঠেছে। তরকারিও খাওয়া হয়েছে। কিন্তু বাজার করতে এসে দেখি নতুন আলু। দোকানির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভারতের নতুন আলু। গতকাল মঙ্গলবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকারকরা আমদানি করেছেন। আমরা একটু মুনাফার আশায় তাদের কাছ থেকে কিছু পরিমাণে নিয়ে এসে বিক্রি করছি। আমি দোকানির কাছ থেকে আধা কেজি ৪০ টাকা দিয়ে নিয়েছি। স্বাদ কেমন হবে জানি না।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী শাহিন বলেন, ‘বাজারে ভারতীয় পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু বিক্রি হচ্ছে। বন্দরের আমদানিকারকদের কাছ থেকে ৬০ টাকা কেজি দরে পাইকারি কিনে ৮০ টাকা কেজিতে খুচরা বিক্রি করছি। লাভ ভালোই হচ্ছে। মৌসুমের আগেই নতুন আলু পেয়ে ক্রেতারাও খুশি।’

আরেক সবজিবিক্রেতা জানান, মৌসুমের প্রথমে দেশি নতুন আলু বাজারে উঠলে ১০০ টাকার উপরে বিক্রি হয়। এবার বাজারে প্রথম ভারতের নতুন আলু এসেছে। ক্রেতাদের মধ্যে কেনার চাহিদা আছে। দামও তুলনামূলক কম আছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার ভারত থেকে একটি ট্রাকে ১২ মেট্রিক টন নতুন আলু আমদানি করেছি। অন্য আমদানিকারকরাও আমদানি করেছেন। এসব আলু ৬০ টাকা কেজি দরে বন্দরে পাইকারি বিক্রি করছি। হিলিসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছে। সাড়াও পাচ্ছি বেশ ভালো। দেশে আলুর দাম বেড়ে গেলে গত ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি করা হচ্ছে। ফলে বাজারে আলুর দাম কমেছে।’

আরেক আমদানিকারক আবুল হাসনাত খান রনি বলেন, ‘ভারত থেকে পুরাতন আলু আমদানি করে দেশে আনতে সব মিলে কেজিপ্রতি খরচ হচ্ছে ২২ থেকে ২৫ টাকা। আর নতুন আলু আমদানিতে বেশি খরচ হচ্ছে। আমরা পুরাতন আলু ৩০ থেকে ৩২ টাকায় সরবরাহ করছি। এতে দেশের বাজারে আলুর দাম অনেক কমে গেছে।’

এদিকে হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘গত ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশে প্রায় দুই হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।’