বালুর স্তূপে অটোরিকশাচালকের মরদেহ, দুই আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চাঁদপুরের হাজীগঞ্জে শিশু অটোরিকশাচালক আরমানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আলম ও সবুজ। ছবি : এনটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু অটোরিকশাচালক আরমানকে হত্যার পর বালুর স্তূপে লুকিয়ে রাখার ঘটনায় শুক্কুর আলম ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ সম্মেলন করে পিবিআই।

আটক করা শুক্কুর আলম হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা মজুমদার বাড়ির বাসিন্দা। অপর আসামি সবুজের বাড়ি একই উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি গ্রামে।

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, যাত্রী সেজে আলম ও সবুজ আরমানের অটোরিকশায় ওঠেন। তাঁদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যাবে। পরে তাঁরা নির্জন জায়গায় এসে ইটের আঘাতে আরমানকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়। গত ৩০ নভেম্বর থেকে আরমান নিখোঁজ ছিল। ৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া আশেক আলী মার্কেট সংলগ্ন এলাকা থেকে বালুর স্তূপ থেকে তারর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জামা ও জুতা দেখে তার বাবা মরদেহ শনাক্ত করেন।

পুলিশ সুপার আরও জানান, আলম ও সবুজের নামে কচুয়া থানায় অটোরিকশা চুরির মামলা রয়েছে। আগের মামলা ও মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁরা স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বিকেলে আলম ও সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।