মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আ.লীগ নেতার হুমকি

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর পিটার ডি হাস (বামে) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। ছবি : এনটিভি

‘বেটা পিটার হাইস্সা, ওডা পিটার হাস আঁরা তরে ডরাই অবাজি। আঁরা তরে ডরাই। আমরা পাঁচ আঙ্গুলে ধরে ভাত খাই। আর তুই হইলি বিএনপির ভগবান। এমন পেটা পেটাব, বাঙালি কী রকম দুষ্ট জানিস না?’ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী।

গত সোমবার (৬ নভেম্বর) চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদানকালে ইউপি চেয়ারম্যান এ হুমকি দেন।

ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে বিএনপির এক সহসভাপতি বলল, ও বাজি পিটার হাস, তুই আমাদের জন্য ভগবান হিসেবে এসেছিস। আমরা আওয়ামী লীগ পিটার হাসকে ভগবান মানি না। আমরা একমাত্র সৃষ্টিকর্তাকে ভগবান মানি। আমরা আওয়ামী লীগ ঈমান বিক্রি করি না ক্ষমতার জন্য। পিটার হাস বলতেছে এখানে নাকি সুষ্ঠু নির্বাচন হবে।’

মুজিবুল হক চৌধুরী আরও বলেন, তোদের আমেরিকা স্বাধীনতা সংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। তোদের হয়তো আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নেই। বিএনপির দালালি করতে পারবি। কিন্তু আমাদের একটা ক্যাশও (চুল) ছিঁড়তে পারবি না। এক সপ্তাহ পর তফসিল ঘোষণা হবে। এখানে জো বাইডেন দিয়ে কাজ হবে না।’

মুজিবুল হক আর বলেন, ‘আওয়ামী লীগ নাকি ধর্মবিরোধী। ইতোমধ্যে সারা দেশের মুসলমানরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপে গেছে। কিন্তু বিএনপি ফিলিস্তিনকে নিয়ে কথা বলেনি, আমেরিকা গোস্বা হবে বলে। এখন তারা বিদেশে গিয়ে ধরনা দিচ্ছে। জো বাইডেনের কাছে যাচ্ছে। সব দেশ পিছু হটলেও থেকে গেছে জো বাইডেন। কী জন্য জানেন? জো বাইডেন আমার নেত্রী শেখ হাসিনার কাছ থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল। আমার নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমার ক্ষমতার দরকার নেই। আমি দেশের সম্পদ বিক্রি করব না। আমার নেত্রী এ কথা বলার পর এবার এখানে এসে বিএনপি পিটার হাসের পিছু নিল।’

ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর আগে ইউপি নির্বাচনের সময় ‘ব্যালটের পরিবর্তে ইবিএম না হলে আমি কারও কাছে ভোট চাইব না’ বক্তব্য দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন।