গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ

Looks like you've blocked notifications!
গাজীপুরে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি : এনটিভি

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও রওশন সড়ক এলাকায় আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া শ্রমিকদের আন্দোলনের জেরে বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এরপর নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে অসন্তোষ প্রকাশ করে আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের নাওজোর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়া পুলিশ-র‍্যাব ও বিজিবির সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নাওজোর ও ইসলামপুর এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

গতকাল বুধবার শ্রমিক-পুলিশ সংঘর্ষে আনজুমান আরা বেগম নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কোনাবাড়ী এলাকার সব শিল্পকারখানা আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের শিল্পাঞ্চলগুলোতে পুলিশ র‍্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।