সুনামগঞ্জে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল   

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে বৃহস্পতিবার অবরোধের প্রতিবাদে মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

সুনামগঞ্জে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির নামে চোরাগোপ্তা হামলার প্রতিবাদে সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে এ অবরোধবিরোধী মিছিল করা হয়।

এর আগে সুনামগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবরোধের প্রতিবাদে মিছিল করে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এরপর সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর পর্যন্ত মোটর শোভাযাত্রা করে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সদস্য এ টি এম শাহিন রেজা, আওয়ামী লীগ নেতা আনোয়ার হুসেন ও  সুদীপ্ত রায়সহ অন্যান্যরা।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ‘আপনারা যদি চোরাগোপ্তা হামলা করেন, তাহলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। সুনামগঞ্জ একটি শান্তির শহর। শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সুনামগঞ্জে সবাই মিলে-মিশে সুন্দরভাবে বসবাস করেব। আপনারা যার কথায় সুনামগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছেন, তার কথায় সুনামগঞ্জ অশান্ত হবে না, বরং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আপনাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই আপনাদের এখনও বলছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। নির্বাচনে আসুন, জনগণের পাশে থাকুন।’