নির্বাচন এই সরকারের অধীনেই হবে : পাপন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে দুর্জয় মোড়ে স্থানীয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিসিবি সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। ছবি : এনটিভি

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যা। তাঁকে ভয় দেখি লাভ নেই। আমি আগেও বলেছি, আজও বলছি, নির্বাচন যথা সময়ে এবং এই সরকারের অধীনেই হবে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের বাসস্ট্যান্ডে দুর্জয় মোড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এ কথা বলেন।

বিসিবি সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেন, ‘অযথা জ্বালাও-পোড়াও করে লাভ হবে না। অল্প কয়েক দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আপনারা বার বার আমাদের উপর, দেশের সাধারণ মানুষের উপর হামলা করবেন আর আমরা প্রতিবারই ছেড়ে দেব, সেটি আর হবে না। এখন থেকে আঘাত করলে প্রতিঘাতের জন্য তৈরি থাকবেন। আমরা আর সহ্য করব না।’

এ সময় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী হরতাল-অবরোধের নামে নৈরাজ্য এবং জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান।

ভৈরবের মানুষের শান্তি রক্ষায় এবং জানমাল হেফাজতে নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমাদের শান্তি নষ্ট করার অধিকার কারও নেই। যারা এমনটি করবে, তাদেরই প্রতিরোধ করতে হবে।’

এ সময় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক এপিএস মোল্লা সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।