ফেসবুক লাইভে সাভার উপজেলা পরিষদে তালা, ছাত্রদলনেতার বাড়িতে পাল্টা তালা ছাত্রলীগের

Looks like you've blocked notifications!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সাভার উপজেলা পরিষদ ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের এক নেতা। সেখানে ঝুলিয়ে দেওয়া হয় ব্যানার। আজ সকালে এই ঘটনা ঘটে। পরে ছাত্রলীগের স্থানীয় নেতারা ওই লাইভকারীর বাসায় গিয়ে ঝুলিয়ে দেন পাল্টা তালা।

জানা গেছে, লাইভে এসে উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে দেওয়া ব্যক্তির নাম সজীব রায়হান। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব। 

সজীবের এমন কাণ্ডে বিস্মিত সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

ভবনটির দ্বিতীয় তলায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দাপ্তরিক কার্যালয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রদলনেতা সজীব রায়হান মোটরসাইকেলে করে এসে নিজ হাতে সাভার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে অবরোধ সমর্থনে তালা ও ফেস্টুন ঝুলিয়ে তালা লাগিয়ে দেন। 

এ সময় তালা লাগানোর শুরু থেকে পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রচার করেন ছাত্রদলনেতা সজীব রায়হান। 

১০ মিনিট ৩১ সেকেন্ডের এমন একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলের ওপর থেকেই লাইভে সজিব রায়হান বলেন, ‘অবশেষে অবরোধের দ্বিতীয় দিনে সাভার উপজেলা পরিষদ ভবনের ফটকে জাতীয়তাবাদী ছাত্রদল তালা লাগিয়ে দিয়েছে। ওবায়দুল কাদের আপনাকে বলতে চাই। আপনারা এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। আপনারা অতি দ্রুত পদত্যাগ করুন।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘সকালে ৬ টার দিকে উপজেলার পরিচ্ছন্নতাকর্মী ঝাড়ু দিতে এসে গেইটের সামনে একটি ব্যানার ও একটি তালা ঝুলতে দেখেন। বিষয়টি গুরুত্ব দিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

উপজেলা পরিষদে তালা লাগানোর পাঁচ ঘণ্টা পর সাভার পৌরসভার বক্তারপুর এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ওই ছাত্রদল নেতার বাড়িতে তালা লাগিয়ে দেন। 

পরে ছাত্রদলনেতা সজীব রায়হানের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য দেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ও সহসভাপতি নিজাম উদ্দিন টিপু। 

সদলবলে ছাত্রদল নেতার বাড়িতে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রদের নেতার দুঃসাহস আমাদের হতবাক করেছে। তার এ আচরণের সমুচিত জবাব দেওয়া হবে।’

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘আমরা খোঁজখবর নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে ছাত্রদল নেতা সজীব রায়হানকে আইনের আওতায় আনা হবে।’