পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

Looks like you've blocked notifications!
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুক্রবার সকালে ইউরেনিয়াম নিয়ে গাড়িবহর পৌঁছে। ছবি : এনটিভি

ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। কঠোর নিরাপত্তায় আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর।

বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীস কুমার স্যানাল বলেন, ‘ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। সর্বোচ্চ নিরাপত্তায় ইউরেনিয়ামের সপ্তম চালান রূপপুর এলাকায় প্রবেশ করে।’ 

এর আগে ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর, তা রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায় ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় চালান আসে ৫ অক্টোবর, তা রূপপুরে পৌঁছায় ৬ অক্টোবর। তৃতীয় চালান আসে ১৩ অক্টোবর। চতুর্থ চালান দেশে আসে ১৯ অক্টোবর, রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায় ২০ অক্টোবর। ২৭ অক্টোবর ইউরেনিয়ামের পঞ্চম চালান ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে। ষষ্ঠ চালান ৩ নভেম্বর সকালে প্রকল্প এলাকায় পৌঁছায়। আর সপ্তম চালান আজ শুক্রবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছে।

গত ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির পারমাণবিক জ্বালানি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।