আসছে সম্মিলিত মহাজোট, আত্মপ্রকাশ শনিবার

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আটটি রাজনৈতিক জোটের সমন্বয়ে আরও একটি নতুন জোটের আত্মপ্রকাশ হতে চলছে। আগামীকাল শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই জোটের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন জোট সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে এ নির্বাচনি জোট গঠন করা হয়েছে বলে জানান তারা।

জানা গেছে, জোটে থাকছে জাতীয় জোট, জাতীয় ইসলামী ঐক্যজোট, সম্মিলিত জাতীয় জোট, স্বাধীন জোট, গণতান্ত্রিক জোট বাংলাদেশ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পলিটিকাল পার্লামেন্ট ও বাংলাদেশ জাতীয় ইসলামী জোট। 

নতুন এ জোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, আমরা মূলত নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হতেই নতুন এ জোটের চিন্তা রয়েছে। আশাকরি, গণতন্ত্র সচেতন সাধারণ জনগণ আমাদের আহ্বানে সাড়া দেবে।