কক্সবাজার থেকে ট্রেনে রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/11/capture.jpg25_1.jpg)
কক্সবাজার থেকে ট্রেনে রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভির সৌজন্যে
কক্সবাজার থেকে ট্রেনে রামুর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দোহাজারী-কক্সবাজার রেললাইন ও আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ২৮ মিনিটের দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।
এর আগে আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তিনি কক্সবাজারে সুধি সমাবেশে বক্তব্য দেন। এর আগে বেলা ১১টা ৩৫ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।
কক্সবাজার বিমাবন্দর থেকে সড়কপথে আইকনিক রেলস্টেশনে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্থানীয় শিল্পীরা নেচে-গেয়ে অভ্যর্থনা জানান। এরপর সুধি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ট্রেনে সফরসঙ্গী হয়েছেন রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।