বিরোধীনেতারা উন্নয়ন চোখে দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শনিবার দোহাজারী-কক্সবাজার রেললাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশন সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখনই ক্ষমতায় এসেছি তাদের উন্নয়ন করেছি। আমরা সৃষ্টি করি। আর বিএনপি তা ধ্বংস করে। চোখ থাকতেও অন্ধ হওয়ায় আমাদের বিরোধী নেতারা দেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না।

এসময় আধুনিক চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে বিএনপি নেতাদের চোখের চিকিৎসার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূলত চোখের পাশাপাশি বিএনপি নেতাদের মনটাও অন্ধ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী আজ শনিবার (১১ নভেম্বর) দোহাজারী-কক্সবাজার রেললাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন।

দেশের রেলপথসহ নতুন সড়ক ও সেতু নির্মাণের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা রেলকে গুরুত্ব দিয়েছি যাতে সাধারণ মানুষ কম খরচে যাতায়াতের সুযোগ পায়।

কক্সবাজার রেললাইন ও কক্সবাজার আইকনিক রেলস্টেশনের গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুদূর পঞ্চগড় ও ফরিদপুরসহ সারা দেশের মানুষ যাতে সহজেই রেলপথ ধরে কক্সবাজারে আসতে পারেন, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, তাদের চোখই নয় তাদের মনও অন্ধকার। আমরা সৃষ্টি করি আর বিএনপি তা ধ্বংস করে। তারা যাতে ধ্বংস করতে না পারে দেশের সবাইকে সচেতন থাকতে হবে।

দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলে দেশের অর্থনৈতিক অবস্থা এখন বেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আমাদের দুর্ভাগ্য করোনা মহামারির পরই শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে পড়তে হয় সবাইকে। আমরাও এর বাইরে নই।

প্রধানমন্ত্রী বলেন, যার যতটুকু জমি আছে তা চাষাবাদের আওতায় আনতে হবে। আমাদের উৎপাদন বাড়াতে হবে।

এর আগে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে আইকনিক রেলস্টেশনে যান তিনি। প্রধানমন্ত্রীকে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা নেচে-গেয়ে অভ্যর্থনা জানান। সেখানে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনে রেল চলাচলের জন্য উন্মুক্ত করেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।