আশেককে আপনাদের হতে তুলে দিয়ে গেলাম : প্রধানমন্ত্রী

মহেশখালী উপজেলার মাতারবাড়ীর টাউনশিপ মাঠে আজ শনিবার বিকেল জনসভায় উপস্থিত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে তুলে দেন। ছবি : ফোকাস বাংলা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ শেষে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান ও স্লোগান দেন। এসময় উপস্থিত স্থানীয় জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আশেককে (আশেক উল্লাহ রফিক) আপনাদের হতে তুলে দিয়ে গেলাম।
আজ শনিবার (১১ নভেম্বর) বিকেল টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় তার এমন মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
আশেক উল্লাহ রফিক কক্সবাজার-২ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয় লাভ করেন। জামায়াত অধ্যুষিত আসনটি স্বাধীনতার পর একবার বাকশাল পেলেও বাকি সময় বিএনপির সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছিলেন।