বেতন বাড়ানোর দাবিতে রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
মজুরি বাড়ানোর দাবিতে আজ রোববার সকালে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। ছবি : এনটিভি

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে মজুরি বাড়ানোর দাবিতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। তবে তারা এরই মধ্যে সড়ক থেকে সরে গেলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শ্রমিক। এরপর তারা মিরপুর ১০ নম্বরের দিকে গেলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মূল সড়কসহ আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজটের। পরে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভে অংশ নেওয়া পোশাকশ্রমিকরা বেশির ভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

নতুন যে ন্যূনতম বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তা তারা মানেন না জানিয়ে বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এনটিভি অনলাইনকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। ১৩ নম্বর থেকে মিরপুর ১০ হয়ে পল্লবীর দিকে গিয়ে আবার তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মিরপুর ১৩ এসে মিছিলটি শেষ করে। এরপর তারা যে যার মতো করে চলে যায়। তারা সকাল ৯টা পর্যন্ত রাস্তায় ছিল।

ফারুকুল আলম আরও বলেন, মিরপুর ১৩ নম্বরের দিকে ১৩টির মতো গার্মেন্টস আছে। তার মধ্যে তিনটি বন্ধ আছে আপাতত। বাকিগুলো খোলা আছে। শ্রমিকরা কাজে যোগ দিলে বেতন পাবে এই শর্তে সেগুলো খোলা আছে। তবে পরিস্থিতি এখন শান্ত। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্যে পুলিশ সড়কে সতর্ক অবস্থানে আছে।