গাজীপুর শিল্পাঞ্চল শান্ত, সতর্ক পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী

Looks like you've blocked notifications!
গাজীপুরের কোনাবাড়ী-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় বন্ধ কারখানার সামনে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। ছবি : স্টার মেইল

গাজীপুরে শিল্পাঞ্চলে শ্রমিকদের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বেশকিছু পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রোববার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত শিল্প এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।  

গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় ২৩টি মামলা হয়েছে। এ পর্যন্ত অন্তত ৮৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতার পরিপ্রেক্ষিতে অন্তত ১৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৮ নভেম্বর কোনাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জালাল উদ্দিন নামে এক শ্রমিক আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‘কোনাবাড়ী শিল্পাঞ্চল আজ সকাল থেকে শান্ত রয়েছে। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় অধিকতর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্পাঞ্চলে র‍্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক ও গার্মেন্টস এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।’

ওসি আশরাফ উদ্দিন বলেন, ‘কোনাবাড়ী এলাকার তুসুকা গার্মেন্টস কারখানায় গত ৯ নভেম্বর ব্যাপক ভাঙচুর করা হয়। শনিবার দিনগত রাতে কারখানার মালিকপক্ষ আরও একটি মামলা করেছে। এতে কিছু শ্রমিককে নাম উল্লেখ করে আসামি করা হয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।’