সড়কে প্রাণ গেল পোশাক শ্রমিকের, আহত ৩

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় আজ রোববার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাসিমা আক্তার নামে মোটরসাইকেল আরোহী এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত সুফিয়া আক্তার ও তার স্বামী গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। শনিবার গভীর রাতে গাজীপুর থেকে সরাসরি সিএনজিযোগে কেন্দুয়ার উলুয়াটি নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন তারা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভঙ্গানিয়া এলাকায় সিএনজিটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সুফিয়া আক্তার, তার স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরসাইকেল আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এসব তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত ওই নারীর মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’