নবদম্পতিকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

Looks like you've blocked notifications!
মাদারীপুরের রাজৈর উপজেলার কিশোর মণ্ডল-দোলা বারুরি দম্পতি। ছবি : এনটিভি

মাদারীপুরের ডাসার থানার উপপরিদর্শক (এসআই) রতন মণ্ডলের বিরুদ্ধে নবদম্পতিকে গভীর রাতে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে।

জানা গেছে, মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের দোলা বারুরির (১৭) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রাজৈর উপজেলার খালিয়া গ্রামের কিশোর মণ্ডলের। গত সোমবার হিন্দু ধর্মীয় নিয়মনীতি মেনে তাঁদের বিয়ে হয়। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার কোর্টে গিয়ে নোটারিও সম্পন্ন করেন তাঁরা।

গতকাল শনিবার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামে কিশোর মণ্ডলের বোনের বাড়িতে বেড়াতে আসেন তাঁরা। এসআই রতন মণ্ডল রাত ১০টায় নববধূর পরিবারের লোকজন নিয়ে সেখানে গিয়ে তাঁদের মারধর করে ডাসার থানায় নিয়ে আসেন। রাত ২টার দিকে দ্বিতীয় দফায় মারধর করেন।

ভুক্তভোগী কিশোর মণ্ডলের বাবা কমল মণ্ডল বলেন, ‘আমার ছেলে ধর্মীয় নিয়ম-নীতি মেনে সিঁদুর পরিয়ে দোলা বারুরীকে বিয়ে করেন। আমার মেয়ের বাড়ি বেড়াতে গেলে সেখান থেকে ডাসার থানার এসআই রতন তাদের ধরে থানার নিয়ে মারধর করেন। আমার পুত্রবধূকে টেনেহিচড়ে তার পরিবারের কাছে দিয়ে দেয় গভীর রাতে। আমার ছেলে কিশোর মণ্ডলকে সকালে আমাদের কাছে ফেরত দেয় পুলিশ। আমি এর বিচার চাই।’

এসআই রতন মণ্ডলের কাছে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন, মেয়ের বাবা রাজৈর থানায় অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগের কপি দেখাতে পারেননি তিনি।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এসআই রতন এটা করতে পারে না। নির্যাতনের বিষয়টি আমার জানতে হবে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’