শিক্ষার্থীদের জুতাপেটার অভিযোগ, প্রধান শিক্ষিকার দাবি ষড়যন্ত্র

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের ম্যাপ

সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীদের জুতাপেটার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা রাশিদা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা আজ রোববার দুপুরে (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। প্রধান শিক্ষিকার দাবি, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।

কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান আজ রাতে বলেন, ‘অভিযোগের কপি আমি পেয়েছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি লিখিত আকারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাব। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

ছাত্র অভিভাবক শফিকুল ইসলাম শফি অভিযোগে বলেছেন, ‘আমরা কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক। আমার ছেলে এবং অন্য অভিভাবকের ছেলেরা তৃতীয় শ্রেণির ছাত্র। প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন গত ৭ নভেম্বর ক্লাস চলাকালে অহেতুক ছাত্রদের জুতা দিয়ে মারধর করেন। প্রধান শিক্ষিকার এমন খামখেয়ালি আচরণের জন্য শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। আমি ছাত্রদের জুতা দিয়ে পেটাতে পারি না। অভিযোগ সত্য নয়। যিনি অভিযোগ করেছেন তাঁর চাচা জালাল উদ্দিন শিক্ষকদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাঁর অভিযোগ আমি তাঁকে ভোট দেইনি। এরপর থেকে তিনি আমার উপর ক্ষুব্ধ। আর যে দিন ঘটনার তারিখ উল্লেখ করেছেন সে দিন বা তার পরের দিন অভিযোগ দেয়নি। আজ হঠাৎ করে কেন অভিযোগ করলেন। এটি ষড়যন্ত্র।’