দুই হাজার মোটরসাইকেল ও একশ প্রাইভেট কার নিয়ে অবরোধ বিরোধী মিছিল

Looks like you've blocked notifications!
রাজধানীতে মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে ‌আজ রোববার অবরোধ বিরোধী মি‌ছিল‌ বের হয়। ছবি : স্বেচ্ছাসেবক লীগ

বিএন‌পি জামায়া‌তের অবরোধ প্রতিহত করতে রাজধানীর ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়কে দুই হাজার মোটরসাইকেল ও একশ প্রাইভেট কার নিয়ে মিছিল ক‌রে‌ছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। ‌আজ রোববার (১২ নভেম্বর) অবরোধ বিরোধী মি‌ছিল‌টি যাত্রাবাড়ী থানার কাজলাপাড় থেকে শুরু হয়।

জানা গেছে, অবরোধ মিছলটি ডেমরা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শনির আখরা দনিয়া কলেজের সামনে এসে শেষ হয়। এ‌তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

কামরুল হাসান রিপন বলেন, বিএন‌পি-জামায়াত নির্বাচন ভন্ডুল কর‌তে চায়। তারা জা‌নে, বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনার উন্নয়ন কর্মকা‌ণ্ডে দে‌শের মানুষ আবারও তা‌কে নির্বা‌চিত কর‌বে। এজন‌্য তার জন‌প্রিয়তায় ভীত হ‌য়ে বিএন‌পি-জামায়াত জ্বালা‌ও-পোড়াও ক‌রে অস্বাভা‌বিক অবস্থা সৃ‌ষ্টি কর‌তে চায়। কিন্তু, জনগণ তা হ‌তে দে‌বে না। নাশকতা ক‌রে জানমালের ক্ষতি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।