আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের নির্বাচনকে ঠেকাতে পারবে না।’ আজ রোববার (১২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরলে যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে ভণ্ডুল করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, অবরোধ ডাকা হচ্ছে-সমাবেশ ডাকা হচ্ছে। কিন্তু সেই অবরোধ ও সমাবেশ বাংলার মানুষ মানে না। শোনা যাচ্ছে নির্বাচনি তফসিল ঘোষণা করা হলে বাংলাদেশকে নাকি জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। নির্বাচন হবেই।’

সমাবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নৌপরিবহণ প্রতিমন্ত্রী যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তরুণদের স্লোগানে প্রকম্পিত হয় গোটা সমাবেশস্থল।

বিরল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।

এর আগে বিরল ও বোচাগঞ্জে ৭০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।