বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলাদেশের বেনাপোল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কালীপূজা উপলক্ষে আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে বাণিজ্য বন্ধ থাকায় বন্দর এলাকার দুই পাশে দাঁড়িয়ে আছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। তবে, বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ‘ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আজ কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে, বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু আছে।’
কাস্টম সূত্রে জানা গেছে, স্থলবন্দরটিতে প্রতিদিন ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ দেওয়া রয়েছে। আর একদিন বাণিজ্য বন্ধ থাকায় ২০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার।