গাজীপুরে পোশাক কারখানা খুলেছে, কাজে ফিরেছেন শ্রমিকেরা

Looks like you've blocked notifications!
গাজীপুরে মঙ্গলবার সকালে কাজে ফিরেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি : এনটিভি

গাজীপুরে পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন পোশাককর্মীরা। শ্রমিক বিক্ষোভে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোও খুলেছে। নিরাপত্তা রক্ষায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ২৩ অক্টোবর থেকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন পোশাক কারখানার শ্রমিকেরা। মজুরি বোর্ড কর্তৃক সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হলেও তা না মেনে অনেক কারখানার শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সবচেয়ে বেশি বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ কড়া হয়। এ সময় তুষুকা গ্রুপের কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

গাজীপুরে কয়েকদিন পর আজ আবারও পোশাক কারাখানা খোলা হয়। তবে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। যেসব কারখানায় ভাঙচুর ও হামলা হয়েছে, সেখানে অবশ্য শ্রমিক উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম রয়েছে।

কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান বলেন, ‘ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’