ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না : ইসি সচিব

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। ছবি : এনটিভি

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল–আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন লু।

এই চিঠি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন।

ডোনাল্ড লুর চিঠির কোনো প্রভাব তফসিল ঘোষণার ক্ষেত্রে পড়বে কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘না। চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কি না, সেটা কমিশন অবহিত নয়। কারণ, চিঠি কমিশনের কাছে আসেনি। কমিশন সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাবে।’

তফসিল কখন ঘোষণা কখন হবে তা জানিয়ে জাহাংগীর আলম বলেন, ‘আগামীকাল বুধবার সকাল ১০টায় ঘোষণার তারিখ ও সময় সাংবাদিকদের জানানো হবে।’