মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের মৃত গৃহবধূ নাজমা আক্তার। ছবি : এনটিভি

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামে নাজমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  সন্ধ্যায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে নিহত নাজমার মা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে নাজমার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের  মস্তফা মুন্সির (৪৫)  সঙ্গে দুধখালি গ্রামের নাজমা আক্তারের বছর দশেক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সংসারে অশান্তি বিরাজ করছিল। এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলাও হয়। পরে সন্তানের কথা চিন্তা করে মামলা তুলে নিয়ে আবার সংসার শুরু করেন নাজমা। এর পরও সংসারের অশান্তি কমেনি। গতকাল নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমার মা তাহমিনা বেগম বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নিহত নাজমার শাশুড়ি হাসিনা আক্তার বলেন, ‘আমার ছেলের বউ নাজমা তার বাবার বাড়িতে ছিল। গতকাল বিকেলে বিষাক্ত কোনো কিছু খেয়ে আমাদের বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। শুনি নাজমার মা আমার ছেলে মেয়েদের নামে একটি মিথ্যা মামলা করেছে।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত হয়েছে। রিপোর্টে পাওয়ার পর জানা যাবে কীভাবে মারা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।