মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে মঙ্গলবার দিনগত রাতে ককটেল বিস্ফোরণ, টায়ারে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি : এনটিভি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগেই মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, টায়ারে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দুজনকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাশুরগাঁও এলাকায় ফেরিঘাট-শ্রীনগর সড়কে এসব ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বিএনপি এবং এর অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান, দুটি টায়ারে অগ্নিসংযোগ করেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল চালক জনি ও আরোহী নাহিয়ানকে মারধর করে আহত করেন তারা। মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যান।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’