চেনা রূপে ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চল

Looks like you've blocked notifications!
পোশাক শ্রমিকরা আজ বুধবার ভোর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন। ছবি : এনটিভি

সভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। খুলে দেওয়া হয়েছে সব পোশাক কারখানা। আজ বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, নরসিংহপুরসহ শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, সব পোশাক কারখানায় দলে দলে প্রবেশ করছেন শ্রমিকরা, কাজে যোগ দিয়েছেন তারা।

বেতন বাড়ানোর দাবিতে হামলা, ভাঙচুর এবং অব্যাহত শ্রমিক অসন্তোষের জেরে শতাধিক কারখানা অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা দিয়েছিল পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

গত সোমবার (১৩ নভেম্বর) থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হয় কারখানাগুলো। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী কারখানাগুলোতে সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছে বিজিএমইএ।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সহযোগিতা করতে বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছেন।’

আজ বুধবারও জলকামান ও এপিসি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ১৭ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

সাধারণ শ্রমিকদের আশ্বস্ত করে এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শুধু যারা উসকানি দিয়ে ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।’