নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার সংলগ্ন শিমুলিয়াসহ আড়াইহাজারের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা আড়াইহাজারের পাশাপাশি শহর ও শহরের বাইরে ধারাবাহিকভাবে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আজ সকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও নারায়ণগঞ্জ শহরে ও বন্দরে বিক্ষোভ মিছিল করেছে।

এ সময়ে নেতাকর্মীরা তফসিল ঘোষণা বন্ধ, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্ৰেপ্তারদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এরপর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ১২ ও ১৩ নভেম্বর এবং একদিন বিরতি দিয়ে আবারও ১৫ ও ১৬ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেনন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।