বরিশালে নাশকতার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি সহযোগীসহ গ্রেপ্তার। ছবি : এনটিভি

নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিসহ (৩৬) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার অপরজন হলেন রেজাউল করিম রনির সহযোগী আবির (২৭)।

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশালে র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার পর বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম হোতা বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন আইনে আট থেকে ১০টি মামলা রয়েছে।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘তারা সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি করে তা ভিডিও করে নেতাদের পাঠিয়ে দিতেন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের পরিকল্পনার একটি কলরেকর্ডও ভাইরাল হয়েছে।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। এসব ঘটনায় নাশকতার মামলা বরিশাল নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’