যুবলীগনেতা হত্যার পরিকল্পনাকারীসহ আটক ৩

Looks like you've blocked notifications!
যুবলীগনেতা জাহিদুল ইসলাম হত্যার অভিযোগে বিএনপি-জামায়াতের এই তিন নেতাকে আটক করেছে র‍্যাব-১৩। ছবি : এনটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুবলীগনেতা জাহিদুল ইসলামকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগে বিএনপি-জামায়াতের তিন নেতাকে আটক করেছে র‍্যাব-১৩। আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১৩-এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

র‍্যাব অধিনায়কের দাবি, এদের মধ্যে ছাত্রদলনেতা মারুফ এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

সংবাদ সম্মেলনে আরাফাত ইসলাম জানান, এ হত্যা মামলার এজাহার নামীয় আসামি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জয়নাল মিয়াকে ওই উপজেলার হরিপুর ইউনিয়নের রাঘবচর এলাকা থেকে, সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মারুফ মিয়াকে রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব শিবরাম এলাকা থেকে এবং জামায়াতকর্মী মোজাম্মেল হককে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরাফাত ইসলাম বলেন, রাজনৈতিক শত্রুতার জেরে বিএনপি-জামায়াতের কিছু দুষ্কৃতকারী ১২ নভেম্বর রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা থেকে ছাইতনতলা নিজ বাড়িতে ফেরার সময় শাখামারা ব্রিজের কাছে যুবলীগনেতা জাহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রামদা, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলের শরীরে মারাত্মক জখম করে এবং একপর্যায়ে জাহিদুলের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। মারাত্মক আহত অবস্থায় জাহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর রাত আড়াইটায় মারা যান। এ ঘটনার ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে ১৩ নভেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়।