মায়ের কাছ থেকে অপহৃত স্কুলছাত্রী ১১ ঘণ্টা পর উদ্ধার

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের চান্দগাঁও থানা। ফাইল ছবি

চট্টগ্রামের মোহরা এলাকায় প্রকাশ্য দিবালোকে মাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছাত্রীকে অপহরণের ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে অপহৃত স্কুলছাত্রীকে সীতাকুণ্ডের একটি বাড়ি থেকে উদ্ধার করে চান্দগাঁও থানার পুলিশ।

এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত চারজনের মধ্যে প্রধান অভিযুক্ত শাকিলকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিকটিম ছাত্রীর মা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে চান্দগাঁও মোহরা জেটি রোড এলাকায় মেয়ের দুই চাচির সঙ্গে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ছাত্রী মা ও দুই চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে তিন-চারজন যুবক মায়ের কাছ থেকে মেয়েকে টেনাহেচড়া করছে। টানাহেচড়ার একপর্যায়ে ছুরি ঠেকিয়ে মায়ের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে চলে যায়। পরে রাতে এ ঘট্নায় মামলা হলে অভিযান চালিয়ে আজ সকালে সীতাকুণ্ড থেকে অপহরণকারী শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় অপহরণকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও।

অপহরণকারী শাকিল ওই এলাকার বখাটে। দীর্ঘদিন ধরে সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ পরিবারের। তারই ধারাবাহিকতায় সে তার কয়েক সহযোগীকে নিয়ে এ অপহরণের ঘটনা ঘটায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির জানান, অপহরণ কারী শাকিল এলাকার বখাটে ও মাদকাসক্ত।