চট্টগ্রামে দুটি বাস ও টিসিবির ট্রাকে আগুন

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে বুধবার দিনগত রাতে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি : ইউএনবি থেকে

চট্টগ্রামে দুটি বাস ও একটি টিসিবির পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। এর কিছু সময় আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুলশীর ওয়াসার মোড় এলাকায় গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।’

খলিলুর রহমান আরও বলেন, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।’

ওসি সন্তোষ কুমার আরও বলেন, ‘দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’