পৃথক দুই হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

পৃথক দুটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার উলাইল এলাকার বীথি হত্যা মামলায় কফিল, আওলাদ ও দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর আসামি হেলালকে এ মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

অপরদিকে মানিকগঞ্জের খাগড়াকড়ি এলাকার সরস্বতী হত্যা মামলায় রঞ্জিত কুমার মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মামলার অপর আসামি আতোয়ার হোসেন ওরফে আতাইকে খালাস দেন আদালত।