ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুতি সভা

Looks like you've blocked notifications!
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা। ছবি : এনটিভি

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আগামীকাল শুক্রবার উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। তাই ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

এ সময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বনবিভাগ কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন প্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঝালকাঠির চার উপজেলার নির্বাহী কর্মকর্তারা। নদী তীরবর্তী নিম্নাঞ্চল থেকে দ্রুত সাইক্লোন শেল্টারসহ আশ্রয়কেন্দ্রগুলোতে লোক নেওয়ার জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিম এবং বিদ্যুৎ বিভাগকে সার্বক্ষণিক বাড়তি প্রস্তুতি নিয়ে রাখতে বলেন জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার জানান,  জেলা পুলিশের অ্যাম্বুলেন্স, স্পিডবোট, অন্যান্য যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ বিভাগ।

অন্যদিকে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবিলায় জেলায় ৩৭টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।