ঢাকা-১৮ আসনে তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ র্যালি

ঢাকা-১৮ আসনে তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ র্যালি। ছবি : এনটিভি
ঢাকা ১৮ আসনে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উত্তরা আজমপুর থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান এতে নেতৃত্ব দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিব হাসান বলেন, ‘বিএনপির কাজ হলো দেশে অরাজকতা করা। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণ সব সময় উন্নয়নের পক্ষে। তাই আমার বিশ্বাস, আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীককে আবারও বিজয়ী করবে।’ এ সময় তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।