চাঁদপুরে ভারী বৃষ্টি, লঞ্চ চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
চাঁদপুরে শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে আজ শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে সকালে শ্রমজীবী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ছাড়া টানা বৃষ্টিপাত হওয়ায় শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শামসুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে মাঝারি থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে রাত থেকে মাঝারি ও ভারি বর্ষণ শুরু হওয়ায় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুরে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রথমে নারায়ণগঞ্জগামী ছোট লঞ্চ বন্ধ রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি অবনতি হলে ঢাকাসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। চাঁদপুর নদীবন্দর থেকে ৩নং নৌ সতর্ক সংকেত দেখানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’