নাটোরে ইসলামী আন্দোলন কর্মীর হাত ভেঙে দিল রহস্যময় দুর্বৃত্তরা

Looks like you've blocked notifications!
নাটোর জেলার মানচিত্র

নাটোরে এবার ইসলামী আন্দোলনের এক কর্মীকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে হাত ভেঙে রাস্তায় ফেলে দিয়ে গেছে রহস্যময় দুর্বৃত্ত দল।

এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে নাটোর সদর উপজেলার মাঝদিঘা নুরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে বাম হাত ভেঙে মাদ্রাসা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। 

আহত মাওলানা সাইদুল ইসলামের আর্তনাদে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানিয়েছেন ঘটনাটি তারা শুনেছেন এবং এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

অভিযোগ রয়েছে গত ২৫ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে ছয়জন জামায়াত নেতা ও দুইজন যুবদল নেতাকে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় অজ্ঞাত এ বাহিনী।