আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে দলটি। এরপর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন ও দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসময় কিছুক্ষণ তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের বিষয়ে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মো. শহীদুল্লাহ খন্দকার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার চঞ্চল প্রমুখ।