সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

Looks like you've blocked notifications!
প্রকৃতিতে মিধিলির প্রভাব। ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে সেন্টমার্টিনে আটকা পড়েন পর্যটকরা। এরপর আজ শনিবার (১৮ নভেম্বর) আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে তারা টেকনাফে ফিরেছেন। বিকেলে কেয়ারী সিন্দবাদ জাহাজে করে তারা টেকনাফ পৌঁছান।

আজ সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় কেয়ারী সিন্দবাদ জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১১টায় সেন্টমার্টিনে জেটিঘাটে পৌঁছায় জাহাজটি। এরপর বিকেল ৩টায় আটকে পড়া চার শতাধিক পর্যটক নিয়ে বিকেল ৫টায় টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছায়।

গত বুধবার নিম্নচাপের প্রভাবে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়। পরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত প্রত্যাহার করে নেয়। ফলে শনিবার সকালে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়।