জামালপুরে ট্রেনে আগুন

Looks like you've blocked notifications!
জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে গতকাল শনিবার রাতে  আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : এনটিভি

জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সরিষাবাড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ি স্টেশনে এসে পৌছায়। যাত্রাবিরতি শেষে রাত ১টা ১০ মিনিটের দিকে তারাকান্দি অভিমুখে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি চলতে শুরু করার সাথে সাথে যাত্রীরা চিৎকার দিতে থাকে। এ সময় ট্রেনের পেছনের দিকে দুটি কামরায় আগুন লাগা অবস্থায় টেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে থাকে। পরে অগ্নিকাণ্ডের কারণে চালক ট্রেন থামিয়ে দেন।

এ প্রসঙ্গে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে এসে আগুন নেভাতে শুরু করে। ট্রেনের দুটি কামরা পুরোপুরি ও একটি কামরা আংশিকভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে।