সাতকানিয়ায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাস। ছবি : এনটিভি

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিনগত ভোর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় লোকজন জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার সময় দুটি মোটরসাইকেলে করে এসে পাঁচজন যুবক সাতকানিয়া রাস্তার মাথার কাছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পডে। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন আরও বলেন, ‘ভোররাত আনুমানিক চারটার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আগুনে পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। এতে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হই। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’