ডেঙ্গুতে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়ও এতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৯৭ জন। নতুন পাঁচজন নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ৫৫৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ সোমবার (২০ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি এক হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৬ জন, আর ঢাকার বাইরের ভর্তি হয়েছে ৯১১ জন।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ দুই হাজার ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ পাঁচ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে এক লাখ ৯৬ হাজার ৬৩১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ৯৬ হাজার ২৪৫ জন। ঢাকায় এক লাখ ৩৭ হাজার ২৪ এবং ঢাকার বাইরে এক লাখ ৯২ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।