ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি পেছাল

Looks like you've blocked notifications!
কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি : এনটিভি

ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটের ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা ছিল। তবে, টিকিট বিক্রির সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা আজ শুরু হয়নি। আগামীকাল বুধবার বা বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ঢাকা-কক্সবাজার রুটের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও তা হচ্ছে না। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে। কাল বা পরশু দিন চালু হবে।

গত ১১ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, এই লেনে এখনও বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়নি। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে। এজন্য রেল কর্তৃপক্ষ ভাড়াও নির্ধারণ করে বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।