সিলেটে ছাত্রলীগকর্মী খুন, আটক ২

Looks like you've blocked notifications!
সিলেটে খুন হওয়া ছাত্রলীগ কর্মী আরিফ হাসান। ছবি : এনটিভি

সিলেটে আরিফ হাসান নামের এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২০ নভেম্বর) রাতে নগরীর টিবিগেইট এলাকায় তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে যায় তারা। আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

আরিফ নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকার ফটিক মিয়ার ছেলে। তিনি সিলেট সরকারি কলেজে পড়তেন ও  ছাত্রলীগের রাজনীতি করতেন। আরিফ হত্যায় আটকরা হলেন, রনি ও মামুন।

আরিফের বাম হাত, উরু ও পা-সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ২৩টি আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক সহকারী অধ্যাপক শামসুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে টিবি গেইট এলাকায় পবেশ কয়েকজন দুর্বৃত্ত আরিফের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় তাকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রনি ও মামুন নামে দুজনকে আটক করে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে।