চাঁদপুরে দুই উপজেলায় অস্থায়ী চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অস্থায়ী চেয়ারম্যান মো. তছলিম আহাম্মদ এবং হাজীগঞ্জ উপজেলার গোলাম ফারুক মুরাদ। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে পদত্যাগপত্র জমা দেওয়ায় চাঁদপুরে দুই উপজেলায় অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দুই ভাইস চেয়ারম্যান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা ১-এর উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠি ও প্রজ্ঞাপন আজ ও গত রোববার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে এসে পৌঁছায়।

জেলার ফরিদগঞ্জ উপজেলা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হাজীগঞ্জ উপজেলার গাজী মাঈনুদ্দিন চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগপত্র জমা দেন জেলা প্রশাসকের কাছে।

দুই উপজেলার চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্বে থাকা দুজনকে উপজেলার চেয়ারম্যানের ক্ষমতা দেওয়া হয়।

গত ১৯ নভেম্বর (রোববার) স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি ও প্রজ্ঞাপন আসে ফরিদগঞ্জ উপজেলা পরিষদে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিষদের বর্তমান ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ মো. তছলিম আহাম্মদ।

অপরদিকে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি ও প্রজ্ঞাপন আসে হাজীগঞ্জ উপজেলা পরিষদে। এ তথ্য নিশ্চিত করেন প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা ১-এর চিঠিতে উল্লেখ করা হয়—‘এই দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করায় পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যানকে-১ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।’
এদিকে, উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত পৃথক স্মারকের দুটি প্রজ্ঞাপনে এই দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।